পার্বত্য খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজে আন্তঃহাউস বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হালদা হাউস

 

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজে আন্তঃহাউস বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন হালদা হাউস

জয়সেন চাকমা ( খাগড়াছড়ি প্রতিনিধি )

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সরকারি কলেজে আন্তঃহাউস বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।এতে চ্যাম্পিয়ন হয়েছেন হালদা হাউস

 রোববার (২৪ নভেম্বর)  পার্বত্য খাগড়াছড়ির  গুইমারা সরকারি কলেজে আন্তঃহাউস বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে করে গুইমারা সরকারি  কলেজে অনুষ্ঠিত  আন্তঃহাউস বার্ষিক  বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চমৎকার ভাষণ ও যুক্তি দিয়ে বিচারকদের মনোযোগ আকর্ষণ করে। এ প্রতিযোগিতায় কলেজের চারটি  হাউসের শিক্ষার্থীরা অংশ নেন। হাউস গুলো হলো হালদা হাউস, মাইনী হাউস, চেঙ্গী হাউস ও ধুরং হাউস।



প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে টানা তিন রাউন্ড জয় লাভ করে ফাইনাল রাউন্ডে আসে মাইনী হাউস। বাকি তিনটি হাউসের প্রত্যেক হাউসের  একটি করে জয় থাকলে পয়েন্ট বিবেচনায় ফাইনাল রাউন্ডে চলে আসে হালদা হাউস। অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।  সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন। আজ বিতর্ক  ফাইনাল  রাউন্ড অনুষ্ঠানে প্রথম স্বাগত বক্তব্যে রেখেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিন। অনুষ্ঠিত বিতর্ক ফাইনাল রাউন্ডে বিষয় ছিল"কেবলমাত্র দক্ষ জনগোষ্ঠীই একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে'' বিতর্কের এ বিষয়ের পক্ষে ছিলো মাইনী হাউজ এবং বিপক্ষে ছিলো হালদা হাউজ।  দুই পক্ষে টানটান উত্তেজনাপূর্ণ একটি বিতর্ক হওয়ার পর ফাইনালে জয় অর্জন করেছে হালদা হাউস।



অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন ও সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি। এবারের আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও সৃজনশীল ও চিন্তা উদ্রেককারী কার্যক্রম আয়োজনের আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Previous Post Next Post