নাজিরপুরে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ |
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নাজিরপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ ওমর ফারুক খান (২৭) নামে এক যুবকে গ্রেফতার করা হয়েছে । রবিবার (২ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মোঃ হাবিবুর রহমান খানের ছেলে। এসময় আসামীর কাছ থেকে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪কেজি গাজা উদ্ধার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, এ সংক্রান্তে নাজিরপুর থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।