ফেনীতে ডিবির অভিযান ১০ কেজি গাঁজাসহ আটক ১

 

ফেনীতে ডিবির অভিযান ১০ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর ফতেহপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) কে আটক করেছেন।রবিবার (১ডিসেম্বর) ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ইকবাল হোসেন  কুমিল্লার রাজাপুর ইউনিয়নের লরিবাগ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে৷ 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক কারবারি চট্টগ্রাম থেকে বাসে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ফতেহপুর স্টার লাইন পাম্প এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়। তাকে আদালতের  প্রেরণ করা হবে।

Previous Post Next Post