নাটোরে ডিবি’র অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! |
আশিয়া আহমেদ, নাটোর প্রতিনিধি
নাটোরে ডিবি পুলিশের অভিযানে মোঃ সোহেল রানা (২৬)নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে নাটোর সদর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন বারোরশিয়া মোন্নাপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর পুলিশ সুপার মহাদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা ডিবি'র একটি চৌকোষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত পৌনে ১টার সময় নাটোর থানাধীন রাজশাহী টু নাটোরগামী মহাসড়কের তোকিয়া বাজার এলাকার বিসমিল্লাহ ট্রেডার্স নামে কাঁচামালের আড়ৎ এর সামনে মাদক উদ্ধার অভিযানে চেকপোষ্ট বসিয়ে ডিউটি পরিচালনা করেন, এ সময় মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানাকে ৩৪ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিব জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযান অব্যাহত থাকবে।