পটুয়াখালী কৃষি কলেজের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুতে পবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

পটুয়াখালী কৃষি কলেজের, প্রতিষ্ঠাতা অধ্যক্ষের মৃত্যুতে পবিপ্রবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী)  প্রতিনিধি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তথা পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান এর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুময়ার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান সংক্ষিপ্ত আলোচনা করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পবিপ্রবি'র কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।



ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান এর মৃত্যু আমাদের দেশের গবেষণায়  এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা ও গবেষণায় তাঁর যে বলিষ্ঠ অবদান তা আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । 

তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মানবীয় যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন সেই সাথে তাঁর পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দিন। দোয়া মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



উল্লেখ্য গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৫ টায় আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ ফ ম মোশাররফ হোসেন খান ইন্তেকাল করেন।

 মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।

Previous Post Next Post