নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি

জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে  নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মিরা।

  মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় নাটোর প্রেসক্লাবের সামনে ফিরে আসে। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, চৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির রহমান, প্রান্ত খান সহ সাধরন শিক্ষার্থীরা। 

সমাবেশে বক্তারা বলেন, প্রথমেই আমাদের ভারতীয় পণ্য বয়কট করতে হবে। তারা আমাদের এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়েছে কিন্তু ভারত সরকার তা মেনে নিতে পারছে না। এজন্য তারা বিভিন্ন দূতাবাসে হামলা এবং দেশে বিভিন্ন রকম গুজব চালাচ্ছে। এই গুজবের বিরুদ্ধে দেশের সকল জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলেই তাদের প্রতিহত করা সম্ভব হবে।

Previous Post Next Post