পটুয়াখালী কৃষি করেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন খানের মৃত্যু

Wednesday কৃষি করেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন খানের মৃত্যু


 দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পটুয়াখালী মহিলা কলেজ রোড নিবাসী মরহুম মোঃ ইসমাইল খান সাহেবের বড় পুত্র  আ ফ ম মোশাররফ হোসেন খান আজ ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৫ টায় আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক  শোক বার্তায় ভাইস-চ্যান্সেলর মরহুমের আত্মার মাঘফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Previous Post Next Post