সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ বিএনপির নেতা আটক |
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে পৌর শহরের মাহমুদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ বাবু সেখ নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের মাহমুদপুর এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
আটককৃত বিএনপি নেতা বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কে.এম মাসুদ রানা বলেন, রাতে মাহমুদপুর মহল্লায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩২ গ্রাম হেরোইনসহ বাবু সেখ কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।