দুমকি উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত।

 

দুমকি উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত।

দুমকী উপজেলা( পটুয়াখালী)  প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ‘নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি‘ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকি উপজেলা পরিষদ চত্তর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেমিনার কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও মো: শাহীন মাহমুদ প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম,  বিশেষ অতিথি ছিলেন।


 অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, পল্লী সেবা সংঘ পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমূখ বক্তৃতা করেন। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ৫জন নারীকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার পেলেন, অর্থনৈতিক ক্ষেত্রে শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আসমা বেগম, ভয়াবহ নির্যাতন মোকাবেলা করে নতুন উদ্যমে জীবনের সাফল্যে রোকসানা আক্তার রিনা, সফল জননী মোসা: মিনারা বেগম, সমাজ উন্নয়নে দিলরুবা আক্তার ইভা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও দুমকি  প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

Previous Post Next Post