সড়ক দুর্ঘটনায় দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের মৃত্যু |
দুমকি ও পবিপ্রবি পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী ভার্সিটির,শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এবং দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এবং দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ (৪৬) পিতা -আমজাদ আলী মৃধা, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম- মাছুয়াখালী, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউপির চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে শামীম শিকদারের বাড়ির সামনে হাইওয়ে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী দিক থেকে বরিশাল গামী মোটরসাইকেল (বরিশাল মেট্রো ল ১২-৬৩৮৩) দ্রুত গতিতে আচড়ে পড়লে
ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন । ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানা জার নামাজ আজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অঃ দাঃ) প্রফেসর মোঃ আব্দুল লতিফ , দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।