নাটোরের ডিবি পুলিশের অভিযানে গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার |
নিজস্ব প্রতিবেদক
নাটোরের ডিবি পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গাজা সহ মোঃ সেজাউল (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নাটোর সদর থানাধীন বন বেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সেজাউল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কালিগঞ্জ গাইনটোলা এলাকার বাসিন্দা।
ডিপি পুলিশ সূত্রে জানা যায় ' নাটোরে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম শনিবার ২৮ ডিসেম্বর সকাল- পাঁচটা ৫৫ মিনিট সময়ে মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোষ্ট ডিউটি করাকালে নাটোর থানাধীন বনবেলঘড়িয়া এলাকাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক হতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কালিগঞ্জ গাইনটোলা এলাকার বাসিন্দা আসামী মোঃ সেজাউলকে এক কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।