পটুয়াখালী ভার্সিটিতে, বইয়ের মোড়ক উন্মোচন |
দুমকী ও পবিপ্রবি ( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারী এন্ড অবসটেট্রিকস বিভাগের অধ্যাপক ড. অসীত কুমার পাল সম্পাদিত "Handbook of Veterinary Surgery " বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ৪ ডিসেম্বর (বুধবার) বিকেল ৫ টায় উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ, অধ্যাপক ড. এ.কে.এম মোস্তফা আনোয়ার , অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, অধ্যাপক ড. সেলিম আহমেদ, অধ্যাপক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক ডাঃ এস এম হানিফ এবং সহকারী অধ্যাপক ডাঃ দীপা রাণী পাল প্রমুখ।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বইটির লেখক অধ্যাপক ড. অসীত কুমার পালকে বইটি লেখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বই কখনো একজন মানুষকে খারাপ পথে নিয়ে যাবে না। তিনি বলেন, আমরা চাই বইয়ের লেখক আরও বাড়ুক। সবাইকে বই পড়া এবং লেখার সঙ্গে সম্পর্ক রাখার আহ্বান জানান।
"Handbook of Veterinary Surgery " বইটি ফিল্ড ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারি ডিগ্রির ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য সহায়ক হবে।