দুমকি উপজেলায়, হত্যা মাদকসহ একাধিক মামলার আসামি আটক।

 

দুমকি উপজেলায়,  হত্যা মাদকসহ একাধিক মামলার আসামি আটক।


 দুমকী উপজেলা( পটুয়াখালী)  প্রতিনিধিঃ

 বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মুক্তা শেখ হত্যাসহ একাধিক মামলার পালাতক আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবু(৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পটুয়াখালী জেলার  দুমকি থানা পুলিশ লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। 

 পুলিশ সূত্র জানায়, কুয়াকাটা থেকে নিজ প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-খ ১৩-১৬৩১) পায়রা সেতুর টোলপ্লাজা অতিক্রমকালে টহল পুলিশের হাতে মদ্যেপাবস্থায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু আটক হন। তার বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় ২০১৫সালে যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। 

সূত্রটি আরও জানায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর পরই সারা দেশের ন্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুসহ মামলার অন্যান্য আসামীরা গা-ঢাকা দেয়। সে পটুয়াখালী শহর, কলাপাড়া ও কুয়াকাটায় আত্মগোপনে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সীবিচে ভ্রমণকালে নিজেই ফেসবুকে লাইভ প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লাইভ প্রচার দেখে মুক্তা শেখ হত্যা মামলার বাদীসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও থানা পুলিশের টনক নড়ে। খবর পেয়ে কুয়াকাটায় বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া দিলে অবস্থা বেগতিক দেখে পরিবারের সবাইকে রেখে মেহেদী হাসান বাবু তার গাড়ী নিয়ে মদ্যেপ অবস্থায় দ্রত বেগে বরিশালের দিকে পালানোর চেষ্টা করছিল। পায়রা সেতুর রোড ডিভাইডারে ঠেকে গেলে টোল কর্তৃপক্ষ তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাগেরহাটের পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে তাকে (মেহেদী হাসান বাবু) গ্রেফতার করা হয়েছে। কচুয়া থানা পুলিশ ইতোমধ্যে রওয়ানা দিয়ে দুমকির পথে রয়েছে। ধৃত আসামিকে কচুয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন।

Previous Post Next Post