নাটোরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন

 




নাটোর প্রতিনিধি

জাতীয় ও দলীয় পতাকা উত্তলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার  ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

 রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১০ টার দিকে  শহরের আলাইপুর এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে নাটোর জেলা বিএনপির  আয়োজনে  জাতীয় ও দলীয় পতাকা উত্তলন আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
  এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ  যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 




এসময় বক্তারা বলেন  দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মনোজাত করা হয়।

Previous Post Next Post