নাটোরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ পাটোয়ারীর মৃত্যু

নাটোরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ পাটোয়ারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের এনএস কলেজের সাবেক জিএস
শহিদুল্লাহ সোহেলের শশুর বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী
 হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার (৩ জানুয়ারি)  রাত সাড়ে দশটার সময় নাটোর আধুনিক সদর হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 




মৃত বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী নাটোরের মোমিনপুর মাছদীঘা শিবপুর পশ্চিমপাড়া এলাকার রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে।

 শহীদুল্লাহ সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নাটোর সদর থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর একটার সময় উত্তর বড়গাছা এলাকার বুড়া দরগা জামে মসজিদ ঈদগাহ ময়দানে মৃত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করেন।



 পরে সেখানে বাদ জোহর  প্রথম জানাজা শেষে তাকে মোমিনপুর মাছদীঘা শিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি এক ছেলে ও চার মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Previous Post Next Post