![]() |
কসবায় বিজিবি'র অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবি'র অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬২০ পিস ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় বিজিবির অভিযানে এসব ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় কোটি (৯০ লাখ) টাকা মূল্যের ১ হাজার ৬২০ পিস ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।