শেরপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 

শেরপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ 



নিজস্ব প্রতিবেদক

 শেরপুরে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 রবিবার (২৬ জানুয়ারি)  সকালে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার তিনানী তানবীরুল উম্মাহ মাদ্রাসায় শীতার্তদের মাঝে ওইসব কম্বল বিতরণ করা হয়। 

এসময় তিনানী তানবীরুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাজমুল হক, আস্ সুন্নাহ ফাউন্ডেশনের প্রোজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম 

তানবীরুল উম্মাহ মাদ্রাসা একাউন্টিং মোরাদ হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

আস্ সুন্নাহ ফাউন্ডেশনের প্রোজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরের  সীমান্তবর্তী ডেফলাই বেদেপল্লী, তিনানী এবং শেরপুর শহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Previous Post Next Post