৫ আগস্ট ২৪ এর পরে চারবার পটুয়াখালী ভার্সিটির, রেজিস্ট্রার পরিবর্তন।। |
দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ৬ মাসে চারবার রেজিস্টার পরিবর্তন করা হয়েছে। রবিবার বর্তমান রেজিস্ট্রার প্রফেসর আবদুল লতিফ স্বাক্ষরিত অফিস আদেশে নতুন রেজিস্ট্রার (অ.দা.) হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন। ২০০২ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে অনার্স ও ২০০৫ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চায়না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি ও ২০২১ সালে নেদারল্যান্ডের ওয়াখিনিংগেন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানী ও ফিনল্যান্ড থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষক জীবনে তিনি ২০০৬ সালে প্রভাষক, ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৮ সাল থেকে বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন। তিনি
কর্নেল ইউনিভার্সিটি আমেরিকা ও আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন কেন্দ্র চায়নার রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ড. ইকতিয়ার জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেন। ড. ইকতিয়ার উদ্দিন ১৯৭৯ সালের ২৮ অক্টোবর বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদ্য গ্রামের সমাজ সেবক মরহুম ছালামতুল্লাহ ও মা গৃহিণী আলতাফুন্নেছার ঘরে জন্ম নেন। নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান। নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ৫ আগস্ট এর পরে প্রথম রেজিস্টার এর দায়িত্ব পান প্রফেসর ডঃ হেমায়েত জাহান দ্বিতীয়তঃ প্রফেসর ডঃ মামুনুর রশিদ তৃতীয়ত প্রফেসর আব্দুল লতিফ চতুর্থ রেজিস্টার এর দায়িত্ব পান ডক্টর মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন।