নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশন দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী সমাজকল্যান মূলক সংস্থার কম্বল বিতরন

 

নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশন  দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী  সমাজকল্যান মূলক সংস্থার  কম্বল বিতরন 


নাটোর প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে 
নাটোরে রেনেসাঁ অর্গানাইজেশন  দারিদ্র বিমোচন ও স্বেচ্ছাসেবী  সমাজকল্যান মূলক সংস্থা  দরিদ্র শীতার্থ অসহায় গরিব দুস্থদের মাঝে শতাধিক কম্বল  বিতরন করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধায় আলাইপুর হাফরাস্তা রেনেসা অর্গানাইযেশন এর আয়োজনে   হতদরিদ্র ও অসহায় শতাধিক  বৃদ্ধ নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।




   এ সময় কম্বল বিতরনে উপস্থিত ছিলেন রেনেসাঁ অর্গানাইজেশনের  সভাপতি শহিদুল্লাহ সোহেল, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া সুইট, সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল,  দপ্তর সম্পাদক দুলাল আহম্মেদ,সাজ্জাদ   সরফরাজ আহম্মেদ ডলার    সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 এ সময় তারা বলেন, আমরা সবাই মিলে যদি এ সংগঠনের জন্য অল্প অল্প করে কাজ করি বিন্দু বিন্দু  পানি থেকেই সাগরের সৃষ্টি হয়। ঠিক সেই ভাবে সকলের সহযোগিতায় নাটোরের সাধারণ মানুষের সুখে দুখে যেকোনো সমস্যায়
 চেষ্টা করবো তাদের পাশে থাকার। 




আমরা বিশ্বাস করি সবাই যদি আন্তরিকতার সাথে  এই অর্গাজেশনের সাথে কাজ করি বা সার্বিক সহযোগিতা করি তাহলে এই রেনেসাঁ অর্গানাইজেশন অনেক বড় রুপ ধারন করবে। 
Previous Post Next Post