দুমকি উপজেলার শামীমের স্বপ্ন আগুনে পুড়ে ছাই |
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শামীম মৃধা নামে এক কৃষকের ৪টি গরুসহ একটি গোয়ালঘর পুড়ে মারা গেছে সেইসঙ্গে আরও ৩টি বাছুর দগ্ধ হয়েছে এতে করে তার ভবিষ্যৎ স্বপ্নগুলি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে দুমকি উপজেলার তালুকদার বাজার এলাকায় হানিফ মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে দেখা যায়, শামীম মৃধার আধা পাকা গোয়ালঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে থাকা ৪টি গরু দগ্ধ এবং আরও ৩টি বাছুর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।