কুমিল্লায় বাক্সবন্দী কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার |
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে অজ্ঞাত এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
বুধবার (১ জানুয়ারী) কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকা ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশ থেকে কার্টুন বক্সের মধ্যে প্যাকেট করা নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার কয়েক জন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা সঙ্গে সঙ্গে স্হানীয়দের জানালে তারা এসে আনুমানিক একদিন বয়সী ঐ কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে কোন পরিচয় সনাক্ত করা যায়নি।