আখাউড়ায় এক হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

 আখাউড়ায় এক হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


 শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের মীমপল্লী, ধরখার এলাকা থেকে আখাউড়াগামী রাস্তার উপরে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মো: আক্তার হোসেন (৩০), মো: রুবেল মিয়া (২৮) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন সুমি (২৪)।

 এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামিউদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Previous Post Next Post