বাহ্মনবাড়িয়ায় ছাত্রলীগ নেতা ডালিম আটক

 


বাহ্মনবাড়িয়ায় ছাত্রলীগ নেতা ডালিম আটক

নিজস্ব প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আল আমিন ফকির ডালিম নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। 

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নবীনগর সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। ডালিম উপজেলার শ্যামগ্রামের ডাঃ এরশাদ মিয়ার ছেলে। সে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা থাকায় আল আমিন ফকির ডালিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Previous Post Next Post