গাইবান্ধায় সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

গাইবান্ধায় সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো. ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২৫০ শয্যা হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় সম্পুর্ণ অবকাঠামো সুনিশ্চিত, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত, বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখার দাবি জানান। সেই সঙ্গে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম দুরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ১০টি আইসিইউ শয্যা স্থাপনেরও দাবি জানান।

Previous Post Next Post