![]() |
বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নস্থল পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত |
নিজস্ব প্রতিবেদক
আড়াই হাজার বছরের পুরোনো জনপদ বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি পুণ্ড্রনগরী বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে আসেন। এসময় রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
এ সময় রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শন ছাড়াও মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বৈরাগীর ভিটা, প্রত্নস্থল জাহাজঘাটা, গোবিন্দ ভিটা, মানকালির মন্দির, শাহ সুলতান (বলখী) মাজার, বেহুলা-লখিন্দরের বাসরঘরখ্যাত গোকুল মেধ, ভাসুবিহার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সচিব মিঃ গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডাইরেক্ট কোলিন রিফ্র্যাঙ্ক, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে মিঃ ব্যাপটিস্ট লেব্রেট, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, কস্টোডিয়ান রাজিয়া সুলতানা সহ অনেকেই।
মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, ফরাসি রাষ্ট্রদূত মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য এখানে এসেছেন। পরবর্তীতে গুরুত্বপূর্ন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।