নাটোরে মাতৃভাষা দিবসে রেনেসাঁ অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

 

নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা  রেনেসাঁ অর্গানাইজেশনের  উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচ

নাটোর প্রতিনিধি

"রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি " এই প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাটোরের একটি দারিদ্র মিমোচন ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা রেনেসা অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় দিনব্যাপি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০ সময় নাটোর হাফ রাস্তা এলাকায় অবস্থিত রেনেসা অর্গানাইজেশন অফিস চত্বরে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।




এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ন আহবায়ক বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব। রেনেসাঁ অর্গানাইজেশনের সভাপতি শহিদুল্লাহ সোহেল, সাধারন সম্পাদক মওদুদ কিবরিয়া  সুইট, দপ্তর সম্পাদক মিজানুর রহমান দুলাল, সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম,



 সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজন, মিজানুর রহমান টুটু, মিজানুর রহমান, মোঃ আমিন, সালাউদ্দিন মাসুদ, সরফরাজ আহম্মেদ  ডলার,  সাদমান,খাদেমুল ইসলাম বাবু মোহাম্মদ জাকির হোসেন মোসাদ্দেকুর হোসেন টগর মোঃ আব্দুর রাজ্জাক সহ অনেকেই।



এছাড়াও  সার্বিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মো জাকির হোসেন, সোসাইটি সদস্য যুব প্রধান মোহাম্মদ সাব্বির শেখ, ডেপুটি যুব প্রধান দুই মহম্মদ ফয়সাল আহমেদ, মো: আল আমিন মিশন, মোহাম্মদ আনাস আলী।



Previous Post Next Post