নাটোর বিএনপির আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে বিক পদবঞ্চিতদের বিক্ষোভ


নাটোর বিএনপির আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে বিক পদবঞ্চিতদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের আহবায়ক কমিটি সংশোধনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা। 

সোমবার (৩ ফেব্রুয়ারি ) দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির পদবঞ্চিত নেতারা। এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ পদবঞ্চিত নেতারা।

এসময় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামীলীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের আহবায়ক কমিটিতে স্থান হয়নি। আবার দলের দু:সময়ে না থেকেও অনেকে পদ পেয়েছে। যা দলের জন্য ক্ষতিকর। তাই বর্তমান আংশিক কমিটি সংশোধন করে দলের অভ্যন্তরণে তদন্ত করে দু:সময়ের কর্মীদের মূল্যয়নের দাবী জানানো হয়।

গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের একটি আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর থেকেই ফুঁসে উঠেন পদবঞ্চিত নেতারা।

Previous Post Next Post