বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের আহবায়কের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যর প্রতিবাদে সংবাদ সম্মেলন 




নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানের বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৪ নং নগর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

  গত (২ ফেব্রুয়ারি)  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান অনলাইনসহ বিভিন্ন মিডিয়া যে খবর প্রকাশ করেছে তারই প্রতিবাদে আজকের এ সংবাদ সম্মেলন।

গত (২ ফেব্রুয়ারি ) ভাড়া করা জায়গায় বিএনপি অফিস নির্মাণকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে স্বেচ্ছাসেবক দলের বড়াইগ্রাম থানা আহবায়ক মিজানুর রহমানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা, ওই তারিখ ঘটনার দিন আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কালে ছাত্রলীগের দুই কর্মীকে অস্ত্রসহ যুবদল ছাত্রদল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরুদ্ধ করে পুলিশের সোপর্দ করে। তারি ধারাবাহিকতায় বিকেল পাঁচ ঘটিকার সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান তার পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের কয়েকজন সন্ত্রাসী নিয়ে অফিস বানানোর নামে তর্কবিতর্ক আরম্ভ করে। এক পর্যায়ে বাজার কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি থামিয়ে দিয়ে যার যার অবস্থানে চলে যেতে বাধ্য করে।  ১০-১৫ মিনিট পরে মিজান ও আওয়ামীলীগ এর কিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র রামদা চাইনিজ কুড়াল জি আই পাইপ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। 



এ সময় দলীয় লোকজন এবং উপস্থিত জনতা একত্রিত হয়ে নিজেদের জীবন রক্ষার্থে স্লোগান এবং ধাওয়ার মাধ্যমে তাদের ছাত্র ভঙ্গ করে। ওই সময় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে সেলিম, মিজান (ধানাইদহ), আবু মেম্বর, মিজান (পশ্চিম পাড়া) সহ আরো অনেকে উপস্থিত ছিল। বর্তমানে এই এলাকার বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ জনগণ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই কোন বিশৃংখলা আমরা চাই না।

এসময় উপস্থিত ছিলেন ৪ নং নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক আরশেদ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম,

Previous Post Next Post