ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষের নির্মম হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।




মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী আবির, শুভ, মুহি, তাসিন, সাজিদ, রাজ, সাম্য আরও অনেকে।



রাহুল হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কেবিনেটের সাবেক সভাপতি শেখ রিফাদ মাহমুদ, সাবেক সদস্য রাহীক খান চৌধুরী, সানি উল ইসলাম, মারুফ,  অন্যান্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতেও সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে থাকবে।
Previous Post Next Post